মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
বাংলাদেশ, মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

দ্যা ওয়েল ফেয়ার ফ্যামেলির পুরস্কার বিতরণ সম্পন্ন

NewsPaper

ছালিক আহমেদ-সম্পাদক ও প্রকাশক

published: 06 April, 2025, 09:11 PM

National
দ্যা ওয়েল ফেয়ার ফ্যামেলির পুরস্কার বিতরণ সম্পন্ন
National

দ্যা ওয়েল ফেয়ার ফ্যামিল সংস্থা কৃর্তক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার  বিতরণ সম্পন্ন হয়েছে।

৬ এপ্রিল (রবিবার) দুপুরে শান্তিগঞ্জ  উপজেলার পাগলা মডেল হাইস্কুল এন্ড কলেজর হলরুমে সংগঠনের সভাপতি ওয়াবদুল হক মুনেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এহসান আহমেদ ও কোষাধ্যক্ষ  অপু দেবনাথের যৌথ সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি, জনাব ফজলে রাব্বি চৌধুরী। এসময় উপস্তিত ছিলেন জেবিবি বিদ্যালয়ের সহকারি শিক্ষক মখলিছুর রহমান মামুন, পাঁচ গ্রাম  স্কুলের সহকারি শিক্ষক আকিকুল ইসলাম আকিক, ডুংরিয়া মডেল  স্কুলের সহকারি শিক্ষক নিজাম উদ্দিন খান, আমরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুর রশীদ, ঈশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যায়লের শিক্ষক দিলিপ কুমার দাশ, পাগলা মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, সমাজ সেবক ছালিক আহমেদ,সমাজ সেবক ও পল্লী চিকিৎসক শোয়েব আহমেদ জায়গীরদার,  সমাজ সেবক মানসুর আহমেদ,সদস্য মনজুরুল ইসলাম ইসলাম অনিক, সিজান আহমেদ, নাইম আহমেদ, শাকিব আহমেদ, সজিব আল হাসান, রফিকুল সহ অনেকেই।

National