শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর গ্রামের বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবদল নেতা ইমরুল কয়েছের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি নেতা সোনাই মিয়া, আব্দুস সামাদ, দরগাপাশা ইউনিয়ন বিএনপির সদস্য জুনেদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সাদিকুর রহমান, শরাফত আলী ও মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মখলিছ মিয়া, জমির উদ্দিন, সুজাদ মিয়া, আব্দুর রব, ইমান উদ্দিন, জব্বার মিয়া, মিনার আলী, হারুণ মিয়া, লাল চাঁন মিয়া, জিলুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান প্রমূখ।