শান্তিগঞ্জ উপজেলার রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ২৫ সালের অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল আনন্দঘন পরিবেশে আজ শুক্রবার ঘোষনা করা হয়েছে।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম'র সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দীন।
ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মাদরাসার পরিচালনা কমিটি ও শুভাকাঙ্ক্ষীর বলেন, মাদরাসার লেখাপড়ার মান যে কোন সময়ের চেয়ে বর্তমানে বেশ ভাল অবস্থানে রয়েছে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যহত রাখছি।
মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টিরও প্রত্যাশা করেছেন মাদরাসার মুহতামিম মাওলানা আজির উদ্দীন।