মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
বাংলাদেশ, মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

শুভেচ্ছা বার্তার মধ্যদিয়ে “দক্ষিণ বাতায়ন”র যাত্রা শুরু

NewsPaper

আবদুর রহমান জামী

published: 28 January, 2025, 04:17 AM

National
শুভেচ্ছা বার্তার মধ্যদিয়ে “দক্ষিণ বাতায়ন”র যাত্রা শুরু
National

“দক্ষিণ বাতায়ন” ২য় বারের মতো আবারো পাঠকের সামনে হাজির হয়েছে। উল্লেখ্য-২০১৮ সালে পত্রিকাটি প্রকাশিত হলেও রাজনৈতিক রোষানলে পড়ে পত্রিকা কর্তৃপক্ষ প্রকাশনা বন্ধ করেন।

২য় বারের মতো যাত্রা শুরুর এ শুভক্ষণে পাঠক- শুভাকাঙ্ক্ষী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক মন্ডলির সভাপতি: কাজী জমিরুল ইসলাম মমতাজ, সম্পাদক ও প্রকাশক প্রকাশক, ছালিক আহমেদ, নির্বাহী সম্পাদক, আবদুর রহমান জামী।

National