মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
বাংলাদেশ, মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

শান্তিগঞ্জের বরেণ্য আলেম শায়খ আকবর আলী রহ. চিরবিদায়

News Times

আবদুর রহমান জামী:: নির্বাহী সম্পাদক

published: 25 February, 2025, 09:33 PM

National
শান্তিগঞ্জের বরেণ্য আলেম শায়খ আকবর আলী রহ. চিরবিদায়
National

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) ২: ৩০ মিনিটে কামরূপদলংয় গ্রামের মাঠে হাজার হাজার আলেম-জনতার উপস্থিতিতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য ছাত্র, ভক্ত, গুণগ্রাহী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশ নেন।

এরপর শায়খের প্রতিষ্ঠিত মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানের দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন হুজুরের বড় ছেলে মাদরাসার নবনির্বাচিত মুহতামিম মাও. আব্দুল হাই।

নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে মরহুমের বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত  স্মৃতিচারণে  বক্তব্য রাখেন; এদারা মহাসচিব শায়খ আব্দুল বছির, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ এড. মাও. শাহীনূর পাশা চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনছার উদ্দীন, শান্তিগঞ্জ উপজেলা পারিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জাউয়া দারুল হাদিস মাদরাসার শায়খুল হাদিস মাও. মুস্তফা কামাল, তাবলিগ জামাতের দা'য়ি শায়খ আনোয়ার হোসাইন, মাও. সৈয়দ মাসরুর কাসেমী, জেলা জমিয়তের সভাপতি মাও. তাফাজ্জুল হক আজিজ, সাধারণ সম্পাদক মাও. তৈয়বুর রহমান চৌধুরী, ব্যারিস্টার আনোর হোসেন, শায়খ তাহির আহমদ জামলাবাদী, মোঃ রাজা মিয়া (আস্তমা) ইকরাম উদ্দীনসহ আরো অনেকে।

অনুভূতি প্রকাশে বক্তারা বলেন; হুজুর ছিলেন আমাদের সর্বোচ্চ পরামর্শ দাতা এবং অভিভাবক। হুজুর রাজনৈতিক-সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নেতৃত্বদানেও তার সুখ্যাতি ছিল সর্বজনবিদিত। তিনি সাধাসিধে, অমায়িক ও বিনয়ী এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

বহুবিধ যোগ্যতা ও গুণের অধিকারী এই আলেম সর্বমহলে গ্রহণীয় ব্যক্তিত্ব ছিলেন। এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে আমাদের  অঞ্চলের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র ও ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।আমাদের সমাজের অনেক বড় ক্ষতি হয়ে গেলো।

আমাদের আকুল আবেদন, হুজুরের রেখে যাওয়া আমানত; কামরূপদলং মাদরাসায় সকলের সুদৃষ্টি কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।।

National